মালদা

বাড়ি তৈরি করাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর বিবাদ, আহত ২

বাড়ি তৈরি করাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর বিবাদ। আর এই নিয়ে বচসা। যার জেরে এক যুবক ও তার দিদির উপর হামলা চালানোর অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। মালদার ইংরেজবাজার থানার কোকলামারি গ্রামের ঘটনা। 

বেশ কিছুদিন ধরেই ইংরেজবাজার থানার কোকলামারি গ্রামের বাসিন্দা সাইফুদ্দিন শেখের সাথে প্রতিবেশী ফিরোজ শেখের একটি জমি নিয়ে বিবাদ চলছিল। অভিযোগ হচ্ছে সাইফুদ্দিন শেখের বাড়ির দেওয়াল ঘেঁষে নিজের বাড়ি তৈরি করছিল ফিরোজ। এতে বাধা দেয় সাইফুদ্দিন ও তার পরিবারের সদস্যরা। সোমবার সকালে ফিরোজ এবং তার পরিবারের সদস্যরা মিলে সাইফুদ্দিনের বাড়িতে হামলা করে। সেই সময় বাড়িতে উপস্থিত ছিল সাইফ উদ্দিনের ছেলে সেক রাজেশ এবং তার দিদি দুইজনকে বেধড়ক মারধর করা হয় এবং তাদের মাথায় লাঠি রড দিয়ে আঘাত করা হয়। এই অবস্থায় পাড়া-প্রতিবেশীরা ছুটে আসলে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়। ফিরোজ শেখ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে সাইফুদ্দিনের পরিবারের পক্ষ থেকে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ। জুলি বিবিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও শেখ রাজেশ বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এবিষয়ে আহত শেখ রাজেশ বলেন, তাদের বাড়ির পাশে এক প্রতিবেশী বাড়ি দিচ্ছিল। কিন্তু তাদের বাড়ির নোংরা জল এসে পড়ছিল ঘরের ভেতর। যা বলতে গিয়ে ওই বাড়ির লোকজন তাদের উপর হামলা চালায়।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/fhzdiuZL5qw